Share Women Dont Monopolize

নারীর শরীরের ওপর একচেটিয়াকরণ না করে তা অনেক পুরুষের মধ্যে ভাগ করে নিলে পুরুষের মধ্যেকার সঙ্গমের জন্যে লড়াই কমানো সম্ভব পুরুষের কাছে নারী রাইভাল গুড। মানে এক পুরুষ এক নারীর সঙ্গে সঙ্গম করে তার গর্ভে নিজের সন্তান আনতে পারলে অন্য এক পুরুষ পরের অনেকগুলো দিন (মানুষের ক্ষেত্রে ১০ মাস) আর সেই নারীর গর্ভে নিজের সন্তান উৎপন্ন করতে পারবেনা। তাই কোন বিশেষ নারীকে পেতে পুরুষকে যুদ্ধ করতে হয়। নারীর ক্ষেত্রে পুরুষ নন রাইভাল গুড। মানে এক নারী এক পুরুষের থেকে সন্তানসম্ববা হলে অন্য এক নারী পরের দিনই সেই পুরুষের সঙ্গে সঙ্গম করে সন্তানসম্ভবা হতে পারে। তাই নারীকে কোন বিশেষ পুরুষকে পেতে যুদ্ধ করতে হয়না। মনে রাখা দরকার নারীর তাই অনেক বেশি উচ্চ পুরুষকে পাওয়ার সম্ভাবনা। পুরুষের উচ্চ নারী পাওয়া ততটাই কঠিন। মানুষ কিন্তু এই অন্তরায় ভাঙতে সক্ষম হয় সেই আদীম যুগে। মানুষ বুদ্ধি করে গ্রুপ কেন্দ্রিক যৌনতা নিয়ে আনে। এক নারীকে গ্রুপের সকল পুরুষই পেতে পারে সঙ্গমের জন্যে। কার বাচ্চা হল তা গুরুত্বপূর্ণ নয়। মা কে তা জানা আর জনক অজানা। বাচ্চা দেখভালের দায়িত্ব নিত সমগ্র গ্রুপ, কোন জনক পুরুষ নয়। এর অর্থ মানুষ কিন্তু পুরুষের মধ্যেকার সঙ্গমের জন্যে লড়াইকে অনেকটাই কমিয়ে ফেলতে সক্ষম হয়। মানুষ যে প্রকৃতির সঙ্গে দ্বন্দ্বে জয়ী হয় তার পেছনে এই পুরুষের মধ্যেকার সঙ্গমের জন্যে লড়াইকে কমাতে পারা একটা বড় কারণ। মজার বিষয় স্থায়ী সম্পত্তি যেমন গবাদি পশু আর জমির গুরুত্ত্ব যত বাড়তে থাকে, পুরুষের মধ্যে নিজের ঔরষজাত সন্তানকেই নিজের অর্জিত ব্যক্তিগত সম্পত্তি উত্তরাধিকারসূত্রে দান করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর ফলে নারীর শরীর ও গর্ভের ওপর একচেটিয়া অধিকার দাবি করে সম্পত্তিবান পুরুষ। কারণ এই শরীরি অধিকার না থাকলে গর্ভে নিজের ঔরসজাত সন্তানই আসবে তার গ্যরান্টি নেই। ফলে মানুষ আবার পুরুষের মধ্যেকার সঙ্গমের জন্যে লড়াইকে ফিরিয়ে আনে। স্বামী স্ত্রীর সংসার তৈরি হয়। বাচ্চার দায়িত্ব বর্তায় পিতা বা জনকের ঘাড়ে। এবার প্রশ্ন আমার। আজ আর অধিকাংশ পুরুষের হাতেই স্থায়ী উৎপাদনে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সম্পত্তি নেই। থাকার জন্য বাড়ি বা চড়ার গাড়ি ভোগের জন্যে পুনরুৎপাদনের জন্যে নয়। এখন কি সময় আসেনি আবার পুরুষের মধ্যেকার সঙ্গমের জন্যে লড়াইকে কমিয়ে আনার? অর্থাৎ নারীর শরীরের ওপর একচেটিয়াকরণ না করে তা অনেক পুরুষের মধ্যে ভাগ করে নেওয়ায় অপরাধ কোথায়? বরং তা নারীর বারগেইনিং শক্তি অনেক কমিয়ে দেবে। বাচ্চাদের দায়িত্বও নিতে হবে সমাজকে কোন পিতা বা জনককে নয়।
https://www.sangbadpratidin.in/bengal/royal-bengal-tiger-spotted-in-south-24-parganas-kumirmari/?fbclid=IwAR1SAJJ1AGcQEbesPFMC620aBQDwX9IL2k1uEfhL5WxXmEuOWdZ2sGJL-B8

Read More

Author: Saikat Bhattacharya

Theoretical Sex War 03-January-2022 by east is rising