Consent & Rape

সতর্কীকরণ:- এই সিরিজটি চলবে। এই লেখাগুলো সবার জন্য হবে না। পড়ে কারো অনুভূতি আহত হলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।

(৩)

দেশ ও কালে দেহব্যাবসার সার্বজনীনতা প্রমান করে যে যৌনতার ক্ষেত্রে চাহিদা ও যোগানের ফারাক একটি বাস্তব ঘটনা। একজন পুরুষের শরীরে নারীর থেকে ১০-১৩ গুণ বেশী টেস্টোস্টেরন দৌড়ায়। এটা শুধুই তত্ত্ব নয়। নারী থেকে পুরুষ রূপান্তরকামীরদের যখন টেস্টোস্টেরন দেওয়া হয় তখন তারা ভালোই বুঝতে পারে। একজনের ইন্টারভিউ শুনেছিলাম সে বুঝতে পারছিল না শরীরে এরকম সেনশেসন নিয়ে মানুষ চলে কি করে। বাস্তব হলো নারী পুরুষের মতো যৌনতার সর্বক্ষণের চাপ অনুভব করে না। যখনই নিরপেক্ষ সমীক্ষা হয়েছে তখনই এটা প্রমানিত হয়েছে। বিশ্বাসযোগ্য না লাগলে নিচের ডাক্তারী সাইট দেখতে পারেন- https://www.webmd.com/.../sex-drive-how-do-men-women-compare

যৌনতার চাহিদা ও যোগানের ফারাক থেকে সহজেই বোঝা যায় সব পুরুষ কখনই যৌনতা পায় না, অতীতেও হয়তো পায় নি। বস্তুতপক্ষে নারী হাইপারগ্যামাস বা অধিগামী হওয়ার কারণে দেহসৌষ্ঠব ও আর্থসামাজিক অবস্থানের সামগ্রিক বিচারে যে পুরুষ যত নিচে তার যৌনতা পাওয়ার সুযোগ তত কম। এইটা মাথায় রাখলে কেন অধিকাংশ ধর্ষক সমাজের নিচের তলার মানুষ হয় সহজেই বোধগম্য হবে (অবশ্য আপনি যদি পদের লোভ দেখিয়ে ধর্ষণ, সিনেমায় নামানোর টোপ দিয়ে ধর্ষণ এগুলোকে ধর্ষন হিসাবে ধরেন তাহলে হিসাব পালটে যাবে)। সমাজ এই সমস্যার কিভাবে সমাধান করেছে? সমাজ একগামী বিবাহ প্রচলন করেছে। যেখানে একজন পুরুষ একজন নারীর থেকে নিশ্চিত যৌনতা পাবে। তার বদলে তাকে সেই নারী ও তার শিশুর দায়িত্ব নিতে হবে।

এটা নারীর কাছে অবশ্যই ভালো সমাধান নয়। কারণ যৌনতা এতো শক্তিশালী মাধ্যম যে এটাকে কাজে লাগাতে পারলে নারী দুনিয়া হাসিল করতে পারে। সেখানে শুধু নিরাপত্তা ও গ্রাচ্ছাদন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কিন্তু প্রাচীন দুনিয়া এতো অনিরাপদ ছিল যে কোনো নারীর পক্ষে সামাজিক সন্মান অক্ষুন্ন রেখে 'explore' করা অসম্ভব ছিল। পরে কখনও প্রাচীন দুনিয়ার গল্প করা যাবে। এইভাবে আমরা প্রজাতি হিসাবে উন্নতি ঘটিয়ে ধীরে ধীরে নারীর জন্য নিরাপদ করে তুলেছি। একই সাথে নারীর জন্য একগামী বিবাহের প্রয়োজনীয়তাও লুপ্ত করে দিয়েছি। এর আগে কোনো যুগেই নারী এতো সহজে কোনো কনসিকোয়েন্স ছাড়া ডুয়াল মেটিং স্ট্র্যাটেজি (একে আলফা ফাক্স বিটা বাক্স ও বলা হয়) অনুসরণ করার সুযোগ পায় নি।

অনেকে বলবেন এতে পুরুষেরও লাভ। কারণ নারীর দায়িত্ব নিতে হবে না উল্টোদিকে যে কোনো পুরুষ বহু নারীর সাথে ইচ্ছামতো যৌনসম্পর্ক তৈরী করতে পারবে। অনেক পুরুষ ভেবে চিন্তে মাথা চুলকে বলবেন- না সব পুরুষ পাবে না, কিন্তু আলফা পুরুষ আগের থেকে বেশী এবং মানসম্পন্ন যৌনতা পাবে। সে আশায় গুড়ে বালি। Feminine Imperative নিশ্চিত করবে যাতে পুরুষের যৌন স্বাধীনতা ও বাস্তবিক সুযোগ না থাকে। এই Feminine Imperative পরিভাষাটার কোনো বাংলা প্রতিশব্দ করতে পারলাম না। এটার মানে হলো নারীস্বার্থ অনুযায়ী সব কিছু সাজিয়ে নেওয়ার অত্যাবশকীয়তা। যৌনতা হবে শুধু নারীর ঠিক করে দেওয়া শর্ত অনুযায়ী। যখনই কনসেন্ট শব্দটা শুনবেন, বুঝবেন যে Feminine Imperative মূর্ত রূপ ধরে আপনার সামনে হাজির হয়েছে। উদ্দেশ্য সামাজিক ও আইনী কাঠামোগুলোকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যাতে নারীর সর্বোচ্চ বেনিফিট হয়। কনসেন্ট কনসেপ্টটাকে ডিবাঙ্ক (অন্ততপক্ষে Feminine Imperative এর বাইরে বার না করে) না করে আপনি এক চুলও এগোতে পারবেন না। 'rape is a rape' -জাতীয় কথার কি প্রত্যুত্তর দেবেন?

সৈকতের উত্তরঃ

কন্সেন্ট নিয়ে যৌনতা মানেই নারী নির্ধারিত যৌনতা।

পুরুষ প্রতিদিন শুক্রাণু তৈরি করে, নারীর ডিম্বাণুর সংখ্যা সীমিত।

পুরুষের প্রজনন-এর জন্য কোন biological coast বা time cost নেই।

নারীকে একটা বড় সময় অথর্ব হয়ে পড়তে হয় প্রজনন-এর প্রয়োজনে।

স্বাভাবিকভাবেই পুরুষের যৌনতার তাড়না যত বেশি, নারীর মোটেই ততটা নয়।

তাই পুরুষ অধিকাংশ সময়েই যৌনতা ক্রেতা আর নারী বিক্রেতা।

মানে যৌনতায় নারীর দর কষাকষির ক্ষমতা অনেক বেশি।

অন্যদিকে পুরুষের গায়ের জোড় বেশি।

তাই যৌনতায় বাধ্য করাবার ক্ষমতা পুরুষের বেশি।

প্রশ্ন হল নারীর ওপর জোড় খাটিয়ে যৌনতায় বাধ্য করাকে কেন সকল ধর্ম ও আইন সভ্যতার প্রথম থেকেই অপরাধ বলে গণ্য করা হয়?

কারণ পুরুষের নারীর ওপর একচেটিয়াকরণের বাধ্যবাধকতা।

নিজের ঔরষজাত সন্তান পাওয়ার আশায় পুরুষ নারীর ওপর অধিকার চেয়েছে।

তাই অন্য পুরুষের কোন বিশেষ নারীর (অন্য আর এক পুরুষের স্ত্রী/কন্যা/ভগ্নী) ওপর অধিকার খর্ব করার জন্যই নারীর ওপর জোড় খাটিয়ে যৌনতায় বাধ্য করাকে অপরাধ গণ্য করা হয়।

বর্তমান নারীবাদ সেই সুযোগটুকুই নিচ্ছে।

নারীর ওপর একচেটিয়া অধিকার পাওয়ার আশা পুরুষের ত্যাগ করতে হবে সবার আগে।

তারপরেই কেবল কন্সেন্ট-কে চ্যলেঞ্জ করা সম্ভব।

বর্তমানে আমরা প্রজননকারী যৌনতা ও মজার জন্য যৌনতাকে আলাদা করতে পারি কন্ট্রাসেপ্টিভ-এর সাহায্যে।

তাই এখন নারীকে ভাগ করে ভোগ করা একাধিক পুরুষের পক্ষে বেশি করে সম্ভব।

Read More

Author: Saikat Bhattacharya

Social Sex War 23-January-2022 by east is rising