২০০৬ সালে আওয়ামীলীগের লগি বৈঠার আন্দোলন।
বিএনপি - আবার ক্ষমতায় এসে বিচার করবো।
২০০৯ সাল মইন উদ্দিন ও ফখরুদ্দিনকে ব্যবহার করে আওয়ামীলীগ ক্ষমতায়।
বিএনপি - সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাবেনা।
২০১১ সাল আওয়ামীলীগ সংবিধান থেকে তত্বাবধায়ক সরকার বাতিল করে।
বিএনপি - সংবিধানে হাত দিলে আওয়ামীলীগের অস্তিত্ব মুছে যাবে।
২০১৪ সাল ক্ষমতায় থেকে নির্বাচন ও সরকার গঠন।
বিএনপি - আমরা অংশগ্রহণ না করলে সরকার টিকবেনা।
২০১৮ সাল বেগম জিয়ার কারাদণ্ড।
বিএনপি - জেলের ভেতর মাকে আর থাকতে দিবোনা।
২০১৮ সাল আওয়ামীলীগের অধীনে আবার নির্বাচন।
বিএনপি - জনসমর্থন আমাদের হাতে। কামাল আর বদুরাও আমাদের সাথে। আমাদের জয় ঠেকায় কে?
২০১৯ সাল আওয়ামীলীগ সরকার গঠন।
বিএনপি - আন্তর্জাতিক চাপে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। ঈদের পর আন্দোলন।
২০২৩ সাল আওয়ামীলীগ নির্বাচনের প্রস্ততি নিচ্ছে।
বিএনপি - পিটার হাস কিছু একটা করবে। স্যাংশন আসতেছে।
২০২৩ সাল আওয়ামীলীগের অধীনে নির্বাচনের তফসিল ঘোষনা।
বিএনপি - বিয়ের তারিখ ঘোষনা হয়েছে তো কি হয়েছে? এক পক্ষের মতে বিয়ে হয়না।
নেক্সট ২০২৪
১৪ বছর ধরে কয়টা চুল ছিড়ছে !! ১৪ সালে বিনাভোটের নির্বাচনের পর কিছু করতে পারে নি যে বাজা পার্টি ও অন্যান্য দল; সেই সব মুনাফেক দলও সামনে কিছু করতে পারবে না !! শুধু লাশ গুনতে হবে !! অভ্যন্তরীণ কোন্দল বা ক্যু ছাড়া সম্ভব না !! কারণ এরা জানে ক্ষমতা হারালে এদের কি হবে.... !!আপাদমস্তক একটা সন্ত্রাসী, ফ্যাসিস্ট দল কখনো ক্ষমতা ছাড়বে না !! তারা জানে তাদের কি অবস্থা হবে। ক্যু, অভ্যুত্থান বা বিপ্লব ছাড়া সম্ভব না !!
কিন্তু কোনোটাই সম্ভব না !!বলছি না ক্যু ছাড়া সম্ভব না !!
অভ্যুত্থান বা বিপ্লব করার মতো যোগ্যতা বাজা পার্টির নেই !!?এটা বাংলাদেশ।
পদত্যাগের কোন ইতিহাস নাই!
তবে পতনের ইতিহাস আছে।
Collected from a Facebook comment