ইউ লেডি, আই মেল, ডোন্ট টাচ্ মাই বডি

06-September-2022 by east is rising 258

শুভেন্দু অধিকারী নিয়ে খিল্লি হয়ে গেলে এবার আসুন ভাবা প্র্যাকটিস করি। ধরুন সুজন চক্রবর্তী বা বিমান বসু, অধীর চৌধুরীকে আটজন মহিলা পুলিশ গায়ে হাত দিয়ে টেনে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে। এদের একজনেরও এই আচরণে মাথা গরম হয়ে গেলে, একটা পাল্টা ধাক্কা দিলে বা মহিলার গায়ে টাচ্ করলেই, ভদ্রমহিলা যদি মনে করেন, পুরুষ রাজনীতিবিদের বিরুদ্ধে Outrage of Modesty অর্থাৎ নারীর সম্মানহানির অভিযোগ আনবেন সেটা আনতেই পারেন। নারী নিগ্রহ মামলার সামিল এই মামলা। অনেক ক্ষেত্রেই জামিন অযোগ্য ধারায়। পুরুষ রাজনৈতিক কর্মী হয়ে এই গোটাটায় আপনার আপত্তি না থাকলে হোক উল্লাস! এবার চিত্রটিকে উল্টে দিয়ে ভাবুন। আটজন পুরুষ পুলিশ কর্মী একজন মহিলা নেত্রীকে গায়ে হাত দিচ্ছেন, টেনে নিয়ে যাচ্ছেন, প্রিজন ভ্যানে তুলছেন। মহিলাটি চিৎকার করে বলছেন, ইউ মেল, আই লেডি, ডোন্ট টাচ্ মাই বডি! এক ঝটকায় সমস্ত রঙ্গ, রসিকতা বদলে যেত নারীবাদী আন্দোলনে। MY BODY, MY CHOICE পোস্টার হাতে রাজপথ অবরুদ্ধ হত, পুলিশের সদর দপ্তরে গেট ওয়েল সুন কার্ড পাঠানো হত, ধিক ধিক ধিক্কার, হোক হোক হোক কলরব হত। কিন্তু পুরুষদের আবার MY BODY, MY CHOICE বলতে আছে নাকি? আসলে এতে হাহুতাশ বা রোদনের কোন সংস্থান নেই। আমরাই আমাদের একটা সমাজ বানিয়েছি যেখানে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে মেয়েমানুষ কাঁদে মেয়ে মানুষের দুঃখ হয় অভিমান হয় মেয়ে মানুষের মন খারাপ হলে বালিশে মুখ গুঁজে কাঁদতে হয়। Mard Ko Dard Nahi Hota! পুরুষ মানুষের আবার দুঃখ, অভিমান হয় নাকি? এমা ছেলে হয়ে কাঁদে? এমা ছি ছি বোকা! আমাদের শেখানো হয়েছে পুরুষের গুড টাচ্, ব্যাড টাচ্ হয়না, পুরুষ বানের জলে ভেসে এসেছে, তার গায়ে চাইলেই হাত দেওয়া যায়, টাচ্ করা যায়। এর বিরুদ্ধে মুখ খুললেই হাহাহিহি! পুরুষ আবার ধর্ষিত হয় নাকি? শুনলেই হেসে গড়িয়ে পড়ে অনেকে। লিঙ্গ নিরপেক্ষ ধর্ষণ আইন? সোনার পাথরবাটি। আপনি কি জানেন প্রতি ঘন্টায় ক'জন পুরুষ আত্মহত্যা করেন? ক'জন পুরুষ ঘরোয়া হিংসার শিকার হন? ক'জন পুরুষ ধর্ষণ বা শ্লীলতাহানির দায়ে জেল খাটেন আর শেষে বেকসুর খালাস হন? কজন পুরুষ স্রেফ সন্দেহের কারনে গনধোলাই খান? যদি মহিলা কমিশন থাকে, তবে রাষ্ট্র কেন পুরুষ কমিশন চালু করবে না? এই নিয়ে আজও গোটা দেশে আন্দোলন চলছে, জানেন? Regressive ভাবছেন? প্যানপ্যানে লাগছে? দুর্বল পুরুষ ভাবছেন? সিমপ্যাথি নেওয়ার চ্যাটচ্যাটে লেখা ভাবছেন? কদাকার পুরুষত্ব প্রীতি জাগলো ভাবছেন? পালটা খিস্তি করবেন ভাবছেন? ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন। আমরা কি এরকম আইন এখন আনতে পেরেছি যেখানে পুরুষের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে প্রমাণিত হলে, মহিলাকেও জেলভোগ ও জরিমানা দিতে হবে। আমরা কি ফলোআপ করেছি সেই সমস্ত ঘটনার যেখানে শেষে পুরুষ নির্দোষ প্রমাণিত হয়েছিল? করিনি কারন আমরা ও অসহায় নারী, অসুরের মত পুরুষ, সিমপ্যথেটিক সমাজ খুঁজি। তাতে কোন পুরুষ লজ্জায় অপমানে গলায় দড়ি দিলে দিক। সমাজ শিখিয়েছে আমাদের। Mard কো Dard নেহি হোতা! লেখকঃ ময়ূখ রঞ্জন ঘোষ

Author: Saikat Bhattacharya


You may also like