
ইরানের হিজাব বিরোধী আন্দোলন যথেষ্ট দুর্বল
এই দুর্বল আন্দোলনে ইরানের ইসলামী শাসনকে হটানো অসম্ভব
পশ্চীম প্রতি বছরের মতো ফুলিয়ে ফাপিয়ে আন্দোলন দেখাচ্ছে
হিজাব বিরোধিতা আর নারী স্বাধিনতার গন্ধে কেবল নারী পূজারী বাঙালি হৃদ্যয় এইবারে নেচে উঠেছে
কিন্তু একটা প্রসঙ্গ মানতে হবেই
ইরানে ইসলামী শাসনে নারী শিক্ষার হার ও নারীর শ্রম্বাজারে ঢোকার হার অনেক বেড়েছে
ইরানের ইসলামী সরকার চেয়েছে বিজ্ঞান প্রযুক্তিতে ইরান বিশ্বে একটা নাম হোক
হয়েছেও তাই
ইরানী ড্রোন ব্যবহার করছে আজ রাশিয়া এবং তা উইক্রেনের সাথে যুদ্ধে বেশ কাজ দিচ্ছে
ইরানের বিশ্ববিদ্যালয় ইসলামী জিহাদ বিশ্ববিদ্যালয় আরটিফিসিয়াল ইন্টেলিজেন্সে প্রথম ১০টা বিশ্ববিদ্যালয়ের একটা
অনেক পুরুষ ও নারী গবেষণা করে ও শ্রম দিয়ে ইরানকে এই জায়গা দিয়েছে
সেই কারণেই ইসলামী সরকার নারী শিক্ষার হার বাড়িয়েছে
কিন্তু ১০০ নারী বা পুরুষের মধ্যে মাত্র ১০ জনই উচ্চমেধার হবে, ২০ জন নীম্নমেধার হবে আর বাকি ৭০ই হবে মধ্যমেধার নারী
এই মধ্য মেধার নারী শিক্ষিত হবে
শিক্ষিত হয়ে আয় করবে
আয় করলে স্বাধীন হবে
স্বাধীন নারীর অধিকাংশই যৌনতাকে ব্যবহার করতে চাইবে
যৌনতাকে ব্যবহার করতে খোলামেলা পোষাক পড়তে চাইবে
কারণ যৌনতা ছাড়া মধ্য মেধার অধিকাংশ নারীরই শ্রম বাজারে দেওয়ার মতো কিছু নেই
Author: Saikat Bhattacharya