Politicization is needed


'A free society must be heavily policed and surveillanced society'- এক নাম না জানা মনীষীর ঊক্তি কথাটার যদি গভীরে যাই তাহলে এর তাৎপর্যটা বোঝা যাবে

যদি ব্যাক্তিস্বাধীনতা রক্ষা করতেই হয় তাহলে চরম আইনের শাসন সামাজিক অনুশাসনের অবশ্যই দরকার কারণ স্বাধীনতা বস্তুটি যে কী সেটাই বেশীরভাগ মানুষের বোঝার বাইরে নিজের ইচ্ছামত যা খুশী করা মোটেও স্বাধীনতা হতে পারে না তোমার স্বাধীনতা তখন পর্যন্তই প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত না তুমি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছ আমাদের মনে যে প্রচলিত ধারণা যে শাসকগোষ্ঠীই জনগণের স্বাধীনতা হরণ করে সেটা সম্পূর্ণ ঠিক না কারণ এক মানুষেই অন্য মানুষের স্বাধীনতা হরণ করে এটাই মানুষের আদিম প্রবৃত্তি-অন্যেকে দাবিয়ে নিজে উপরে ওঠা এর সাথে ঈর্ষাও মানুষের অন্তর্নিহিত স্বভাব অসফলরা সফলকে ঈর্ষা করে, নির্ধনরা ধনীদের ঈর্ষা করে, সাধারণরা মেধাবীদের ঈর্ষা করে, রূপহীনরা রূপবান/বতীদের ঈর্ষা করে প্রভৃতি তাছাড়াও আবেগ,হুজুগ,impulse কে সিংহভাগ মানুষেই নিয়ন্ত্রণে রাখতে পারেনা এর দ্বারা পরিচালিত হলেই পাশবিক প্রবৃত্তি সামনে আসে মানুষ আজ যাকে দেবতা বানাবে কাল তারই গলা কাটতে ছুটে আসবে এসবের নিয়ন্ত্রনের জন্য অবশ্যই কঠোর, effective নিয়মাবলী, শাসনতন্ত্র শাসকের দরকার শাসক যদি জনগণের উপর ক্ষমতা ছেড়ে দেয় তাহলে উক্ত প্রাকৃতিক নিয়মের কারণেই সে সমাজ মুক্ত সমাজ তো হবেই না বরন এক অসভ্য,পশ্চাৎপদ, মাৎস্যন্যায়,জঙ্গলরাজ্য সমাজ তৈরী হবে যেখানে might is right মূল জীবনদর্শন হবে এছাড়াও এক বিশাল সংখ্যক মানুষেই প্রভু-ভৃত্য সম্পর্কেই বিশ্বাস করে তাই তাদের হাতে ক্ষমতা গেলেও সেই আদিম, পশ্চাৎপদ সমাজই পাব তাই মুক্ত সমাজ বাঁচাতে গেলে অবশ্যই দরকার-strong,effective,powerful,meritocratic state যোগ্য শাসকের হাতেই শাসন থাকতে হবে ব্যাক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ইত্যাদি হরণ হয় mass rule এই mass political correctness, offensive speech ইত্যাদির মাধ্যমে যখনখুশি যারতার জীবন বরবাদ করে দেয় তাই এই mass কে দমানোর জন্য শক্তিশালী উপযুক্ত শাসনতন্ত্রের খুব দরকার

তাই যদি প্রত্যেক মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব অধিকার সুরক্ষিত রাখতে হয় তাহলে শক্তিশালী  শাসকের প্রয়োজন আবশ্যিক

Author: Purandhar Khilji


You may also like