
কলমে:মর্দ এ হিন্দ।
"তুমি পুরুষ বলে,
রাষ্ট্র তোমায় শত্রু ভাবে সদা।
তুমিই পুরুষ, বিরাট রাষ্ট্রবাদী
ওহে বড়কা গাধা।
তোমার জন্য রাষ্ট্রযন্ত্র,
তৈরি করেছে আইন..
মহিলা করলে অভিযোগ কভু,
গুনতে হবে ফাইন।
তুমি পুরুষ বলে,তুমিই অপরাধী
কারণ নদীমাতৃক এই রাষ্ট্র।
তোমার জন্য সাঁজানো আছে,
পাতা ফাঁদে চিতাকাষ্ঠ।
নারী স্বাধীনতা সেতো দিতেই হবে,
তাই তোমায় শোষণ করা,
তোমার জন্য লবডঙ্কা,
বেটিদের তরে আছে ভান্ড ভরা।
নদীমাতৃক ভূমিতে ,
নারী পূজারী বড় বেশি।
তাইতো মোরা নির্দোষ হলেও
পুরুষ হিসেবে বড্ড ফাসি"
Author: Prosenjit Dey