
অধিকাংশ পুরুষের জীবন গল্প :
লিখেছেন সাকিব হাসান পিয়াদা
পুরুষ সিংহের মত দেখতে,,
অথচ গাধার মত খাটে !!
রোদে পুড়ে ঝলসে যায়,,
ফসল ফলায় মাঠে !!
সংসারের ঘানি টানতে টানতে পুরুষের স্বপ্ন গুলো যায় মোরে,,
চাওয়া পাওয়া সব বিসর্জন দিয়ে বাজারের ব্যাগ ভর্তি করে !!
পুরুষ বাড়ি ফিরে একটু শান্তি পাওয়ার আশায়,,
শান্তির মা মরে গেছে শান্তি নেই অধিকাংশ বাসায় !!
Author: Saikat Bhattacharya