
Khomenee Ehsan
সিরাজ সিকদারের লাল সন্ত্রাস কি? মগজহীন ছাপড়িরা প্রচার করছে শহীদ কমরেড সিরাজ সিকদার লাল সন্ত্রাস করেছেন। প্রশ্ন হলো, ৭২-৭৫ পর্যন্ত মুজিবের আওয়ামী ফ্যাসিবাদকে খতম করা কি লাল সন্ত্রাস ছিল? ভারতের দালাল খতম করা কি লাল সন্ত্রাস ছিল? আরেকটু কড়া করে বলি, পনের আগস্ট রাতে শেখ মুজিবকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত হলেও মুজিবকে দেখেই গুলিয়ে চালিয়ে দেওয়া মেজর নূর ছিলেন কমরেড সিরাজ সিকদারের দল সর্বহারা পার্টির সদস্য। তাহলে মুজিব হত্যাকে লাল সন্ত্রাস বলা হচ্ছে। মূলতঃ রাজনৈতিক বেকুবরা জানে না যে, সিরাজ সিকদারকে লাল সন্ত্রাস বললে ওদের চৌদ্দ গোষ্ঠীর লিগ্যাসিও থাকে না। ফেসবুক-ইউটিউব দেখে বিপ্লবী সাজা ছাপড়িরা বলুক তারা যে মেজর ডালিমকে নিয়ে এত মাতামাতি করছে সেই ডালিম পনের আগস্ট কয়টা গুলি ছুড়ছে? একদিকে ডালিমকে নিয়ে লাফাবা আরেক দিকে বাপেরও বাপ শহীদ সিরাজ সিকদারকে লাল সন্ত্রাসের জনক বলবা এই ফাজলামো কেন? শহীদ সিরাজ সিকদার বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ উচ্চতায় প্রতিষ্ঠিত এক মহান বিপ্লবী। তার রাজনীতিতে সম্পৃক্ত লোকদের নাম বললে ছাপড়িদের অশিক্ষার দারিদ্র্য ছাড়া আর কিছুই প্রকাশিত হবে না। শুনে রাখো, শহীদ জিয়াউর রহমান নিজেও পূর্ববাংলা সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। লেখক হুমায়ুন আহমেদ, মানে জাফর ইকবালের বড় ভাই হুমায়ুন সর্বহারা পার্টি করতেন। জামায়াত ও ছাত্রসংঘের লোকেরা একাত্তরের পর শহীদ সিরাজ সিকদারের পার্টিতে আশ্রয় পেয়েছে। শহীদ গোলাম আযম দেশে ফিরলে তার নিরাপত্তা দাতা যেসব লোক ছিলেন তারা সর্বহারা পার্টি থেকে জামায়াতে এসেছিলেন। এরমধ্যে একজন বর্তমান সরকারের এক উপদেষ্টার ভাগ্নি জামাই। আমি যেসব লেখলাম তা জানতে হলে রাজনৈতিক শরীফ হতে হয়।
একাত্তরের পর বাংলাদেশে ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ কমরেড সিরাজ সিকদার। তিনি চীনপন্থী ছিলেন। তাকে সন্ত্রাসী বলে প্রচারণায় জড়িত বাম ও ডানপন্থীরা মূলতঃ ভারতের দালাল। এরা পরিকল্পিতভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের নামে বদনাম ছড়ায়৷ এরমধ্যে চারদলীয় জোট সরকারের শত শত ভারত বিরোধী বিপ্লবী কমিউনিস্টকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। তাদেরকে হত্যার কারণেই দেশে প্রতিরোধের ভারসাম্য নষ্ট হয় ও লাগামহীন ফ্যাসিবাদের উত্থান ঘটে। শুনলে অবাক হবেন এসকল বিপ্লবী কমিউনিস্টরা ফিলিস্তিনি মুক্তি সংগ্রামে সম্পৃক্ত কমিউনিস্ট বিপ্লবীদের সঙ্গেও সম্পৃক্ত ছিল। একথা বললে অনেক ইতর ডানপন্থী পোলাপান বিস্মিত হবে৷ কিন্তু এবারের গাজা যুদ্ধেও বিপ্লবী কমিউনিস্টদের দল অংশগ্রহণ করেছে। কাজেই বাংলাদেশে ভারতের দালালি করতে শহীদ সিরাজ সিকদার ও শহীদ মোফাখখার চৌধুরীদের নামে অপবাদ ছড়াবেন না।
Author: Saikat Bhattacharya