
"আকবরনামার একটি ১৬শ শতকের চিত্রের বিশদ অংশ, যেখানে ১৫৭৬ সালে একটি যুদ্ধের দৃশ্য চিত্রিত হয়েছে, যেখানে দাউদ শাহ কররানিকে বন্দি করা হয়েছে এবং তার হাত বাঁধা রয়েছে।
মুগল সেনাপতি খান-ই-জাহান মুনিম খান বাঙলা সালতানাতের শেষ সুলতান দাউদ শাহের মস্তক শিরশ্ছেদ করেন। দাউদ শাহ কররানির মাথাবিহীন দেহ কররানি সালতানাতের রাজধানী তান্ডায় ফেলে রাখা হয়, যেখানে তা পচে যায়, আর তার কাটা মাথা মুঘল বিজয়ের প্রতীক হিসেবে সম্রাট আকবরের কাছে পাঠানো হয়।"
Author: Saikat Bhattacharya