
কমিউনিস্ম মানে উতপাদক শক্তি এমন জায়গায় পৌঁছবে যে সমস্ত প্রয়োজনীয় অথচ করতে ভালো লাগেনা এমন ক্রিয়া মেশিন করবে আর মানুষ কেবল এমন ক্রিয়াই করবে যা করতে মানুষ পছন্দ করবে।
যেহেতু মানুষ নিজের পছন্দের ক্রিয়া করে তাই জীবনের ক্রিয়াকে আর শ্রম ও উপভোগে পার্থক্য করা যায়না।
যেহেতু মানুষ নিজের পছন্দের ক্রিয়া কেবল করে সে তার ক্রিয়ার সময়-কে বিক্রী করেনা আকাঙ্ক্ষিত কিছু পেতে কারণ সে আকাঙ্খিত ক্রিয়াই করছে আর তাই সম বিনময় মূল্য বলে কিছু থাকছে অর্থাৎ অর্থের বা মুল্যের জন্যে ক্রিয়া (যাকে শ্রম বলে) আর থাকছেনা।
যেহেতু মানুষ পছন্দের ক্রিয়াই করছে আর অপছন্দের ক্রিয়া মেশিন করছে তাই অন্য কোনও মানুষকে লোভ বা ভয় দেখিয়ে নিজের পছন্দের কোনও ক্রিয়া করাতে হচ্ছেনা আর তাই সমাজ শ্রেণিহীন।
শাসক শ্রেণির শাসিত শ্রেণিকে লোভ আর ভয় দেখিয়ে কাজ করানোর হাতিয়ার রাষ্ট্র আর তাই শ্রেণিহীন বলেই রাষ্ট্র নেই।
Marx declared:
In the higher phase of communist society, after the enslaving subordination of the individual to the division of labour, and therefore also the antithesis between mental and physical labour, has vanished; after labour has become not only a means of life but life's prime want; after the production forces have also increased with the all-round development of the individual, and all the springs of co-operative wealth flow more abundantly -- only then can the narrow horizon of bourgeois right be crossed in its entirety and society inscribe on its banners: From each according to his ability, to each according to his needs!
[Marx, "Critique of the Gotha Programme", Selected Works of Marx and Engels, FLPH, Moscow, Vol. 2, p. 24.]
https://www.marxists.org/reference/archive/mao/works/1964/phnycom2.htm?fbclid=IwY2xjawJAQglleHRuA2FlbQIxMAABHXJfKEOwcuI_n-t4yPuHvdj9lbu0ZGM44npDbvLCRox_LwDwSwDe4fj90g_aem_hGwg7yf57E4DJOxxtd19yw
Author: Saikat Bhattacharya